ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নবগঠিত সদর উপজেলা বিএনপি কমিটির নেতৃবৃন্দের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নবগঠিত বরিশাল সদর উপজেলা বিএনপি কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ।

এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ঐক্য ও আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।