
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহেন্দিগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গভীর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই ওই আশ্রয়ণ প্রকল্পে আগুনের ধোঁয়া দেখে এলাকার লোকজন এগিয়ে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত অলি উদ্দিন হাওলাদার ও ধলু বেপারি সাংবাদিকদের জানান, তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে একটি দোকানসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তারা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করেছেন স্থানীয়রা।
এ ঘটনার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল সাংবাদিকদের ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বস্ত করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিলেন।’