ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাজী টিপু

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) :: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ হালিম হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়নে আমাদের মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাতাবউদ্দিন সিকদার বুলবুল, বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, বামরাইল ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম মাস্টার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম হাওলাদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিজুর রহমান রাকিব, বামরাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালিস মাহমুদ, যুবদল নেতা আব্দুস ছালাম হাওলাদার, শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ধলু, শ্রমিকদল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া, এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৩১ দফা আমাদের রণকৌশল। দেশবিরোধী শক্তিকে প্রতিহত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।”