
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলায় “Combat Gender Based Violence (GBV)” প্রকল্পের আওতায় কিশোর-কিশোরী ও যুব সমাজের সঙ্গে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সেন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সংলাপে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, এবং কোতয়ালি থানা এএসআই রুমা পারভীন।
সংলাপের সভাপতিত্ব করেন সেন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি জরুরি। কিশোর-কিশোরী ও যুব সমাজকে এ বিষয়ে নেতৃত্ব দিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই সহিংসতা রোধ সম্ভব বলে তাঁরা মত দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এলাকার কিশোর-কিশোরীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।