
নিজস্ব প্রতিবেদক :: বিপ্লবী সরকার নির্দিষ্ট কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। গতকাল শনিবার নগরী টাউন হল চত্বরে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ ও সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা কোন কথা বললে কারা বলে আমাদের উপরে চাপানো হচ্ছে। এই দলীয়করণ ফিরে আসার জন্য হাজারো ছাত্র জনতা জীবন দেয়নি। অনতিবিলম্বে দলবাজ প্রশাসনকে রুখে দিতে না পারলে বিপ্লব তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারবে না।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সত্তার,মুহাম্মাদ জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার কাটপট্টি রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে আবার টাউনহলে এসে শেষ হয়।


