
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ।
আজ ২৭ অক্টোবর সোমবার সকাল ১২ টায় উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে মানতা মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল এর উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাজ্জাদ পারভেজ, চেয়ারম্যান টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ নাদিরা রহমানসহ মানতা সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথি মানতা সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করে। পরে ১১০ টি মানতা পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা ও মশলা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। পর্যায় ক্রমে
বরিশাল সদর উপজেলায় ৩১৬ জন মানতা সম্প্রদায়ের পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।


