ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭তম পালন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৭, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা ও মহানগর যুবদল। গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির নেতৃত্ব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জাহান। র‌্যালিতে ঘোড়া এবং বিভিন্ন বাদ্যযন্ত্র শোভা পায়। র‌্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় দলের শ্লোগানের সাথে সাথে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করা হয়। র‌্যালিতে ছিল ধানের গোছা। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ কারনে র‌্যালি সেই নির্বাচনকে সামনে রেখে সাজানো হয়। বিশেষ করে দলীয় শ্লোগানের পাশাপাশি ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন জাহান। কারন নির্বাচনকে সামনে রেখে একটি দল ষড়যন্ত্রে মেতেছে। বিএনপি এবং যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ওই ষড়যন্ত্র কোন কিছুই করতে পারবে না। তারেক রহমানের শ্লোগান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক। সেই তরুণদের সাথে নিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাহান।

এদিকে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ফেব্রুয়ারীতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এ জন্য আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীর প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের হাড়ির খবর রাখতে হবে, তাদের কথা বুঝতে হবে এবং পাশে থাকতে হবে। পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। র‌্যালিতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বেশ নিয়ে এক নারীকে চেয়ারে বসানো হয়। তার হাতে ছিল ধানের শীষ। র‌্যালিতে ধানের শীষের ভোট দেয়ার আহ্বান জানানো হয়। এভাবে জেলা যুবদলের র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরসাথে সাথে চলে বাদ্যযন্ত্র।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ব্যানারে যুবদল নেতা রিয়াজুর রহমান রিয়াজের নেতৃত্বে নগরীর জিলাস্কুল মোড় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।