ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

 

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এতে কলেজ ছাত্রদলের ২ হাজার ৬৬৯ জন কর্মী ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

 

শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল।

 

 

সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিবুল ইসলাম জুবায়ের, অলিউল ইসলাম তামিম, সিরাজুল ইসলাম রাতুল, জাহিদুল ইসলাম ও মাকসুদুর রহমান।

 

 

 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিদা আক্তার জুঁই, হাসিবুল ইসলাম শান্ত, জান্নাতুল নাঈম ও ওয়ালিদ বিন সালাউদ্দিন।

 

 

 

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোটারদের কাছে সমর্থন চাইতে ব্যস্ত সময় পার করছেন।

 

 

 

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, বিএম কলেজ ছাত্রদল সবসময় ঐক্য ও আদর্শে বিশ্বাসী সংগঠন। আমি নির্বাচিত হলে কলেজ ছাত্রদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে কাজ করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে চাই।

 

 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পরে গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে।