ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রাফা চৌধুরীর সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সিলেট কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রাফা চৌধুরীর সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

প্রয়াত ত্যাগী, সংগ্রামী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সিলেটরত্ম মরহুম জননেতা শোয়েব আহমদ চৌধুরী এর জেষ্ঠ্য সন্তান একমাত্র ও সুযোগ্য কন্যা, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সদস্য, বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদ, বৃহত্তর সিলেট বিভাগীয় কমিটির পরিচালক এবং সামাজিক সংগঠন বঙ্গবন্ধু গরীব, অসহায় ও দুস্থ শিক্ষার্থী সহায়তা সংস্থার উপদেষ্টা রাফা আমানী চৌধুরীর দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার) বাদ আসর সিলেট হযরত শাহজালাল (রহঃ) মাজার দরগাহ জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদ, বৃহত্তর সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো: নাঈম আহমেদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদ- বৃহত্তর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতা ইস্তেহাক আহেমদ রাহিব ও সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ আহমেদ আরিফ সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মী এবং বৃহত্তর সিলেট বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সদস্যবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শিহাব উদ্দিন আহমেদ।

মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায়, এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম জননেতা শোয়েব আহমদ চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত করা হয় দেশ ও জাতির মঙ্গল কামনায়।

মোনাজাতে দোয়া করা হয় শারিরীকভাবে অসুস্থ ছাত্রলীগ নেত্রী রাফা আমানী চৌধুরীর দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করে। মহান আল্লাহর নিকট রাফা আমানী চৌধুরী দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় এসময়।

পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিন্নী বিতরন করা হয় উপস্থিত মুসল্লীয়ানদের মাঝে।