ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে আহত ২৫

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় আজ (শনিবার ১ নভেম্বর ) সকাল ৭টার দিকে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার)-এর মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দ্রুতগামী বাসটি বরিশালমুখী ছিল, এসময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত আসছে……