ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আপনার মোবাইল বৈধ কি না জানবেন যেভাবে

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ ও ক্লোন মোবাইলফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের নতুন একটি ব্যবস্থা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এনইআইআর চালুর পর থেকে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত এবং বৈধভাবে আমদানি করা মোবাইলফোনই মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন করা আইএমইআই (IMEI) নম্বরযুক্ত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আপনার মোবাইল বৈধ কি না জানবেন যেভাবে

 

১️. ধাপ ১: মোবাইলের মেসেজ অপশনে যান।
২️. ধাপ ২: লিখুন KYD <space> আপনার ১৫-সংখ্যার IMEI নম্বর (যেমন: KYD 123456789012345)।
৩️. ধাপ ৩: বার্তাটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
এরপর ফিরতি বার্তায় জানানো হবে আপনার ফোনটি বৈধ না অবৈধ।

বিটিআরসি জানায়, আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে এনইআইআর কার্যক্রম পুরোপুরি চালু হবে। তখন থেকে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট জাতীয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে।

বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এমএফএস প্রতারণা, স্ক্যাম বা ডিজিটাল জালিয়াতি এবং যৌন হয়রানির ঘটনার বেশিরভাগই ঘটে মোবাইলফোন ব্যবহার করে। একজনের নামে বেশি সিম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, ৭৩ শতাংশ এমএমএস প্রতারণা হয় অবৈধ মোবাইলফোন ব্যবহার করে।”

তিনি আরও বলেন, “এটি ব্যবহার করলে মোবাইলফোন ছিনতাই কমবে। সরকারের হারানো ৫০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা যাবে। এনইআইআর চালু হলে গ্রে হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে।”