ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অর্ন্তবর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে : সেলিমা রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: অর্ন্তবর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে : সেলিমা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যস্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ বিরোধীদের মোকাবেলা করা হবে। তিনি শনিবার বিকেল ৫ টায় বরিশালের মুলাদীতে সফিপুর আদর্শ নিন্মমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক জনসভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ বছর ধরে দেশের গণতন্ত্র হরণ কনা হয়েছিলো। এদেশের জনগণ দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করে গণতন্ত্র ফেরানোর দ্বার উম্মোচিত করেছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে। বাংলাদেশের উন্নয়নে এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় অর্ন্তবর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

 

জনসভায় সভাপতিত্ব করেন, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা। এতে প্রধান বক্তা ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান শরীফ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা জাহান মীম, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন সিকদার, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্যাদা, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি প্রমুখ।