ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে আবুল হোসেন খানকে মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি দুলালের কৃতজ্ঞতা প্রকাশ 

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৫, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল।

তিনি সাংবাদিকদের জানান, দলের সর্বস্তরের ও আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আবুল হোসেন খানকে বিজয়ী করে এই আসনটি ” দলকে ” উপহার দেয়ার লক্ষ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও মতনৈক্য ভুলে গিয়ে হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে দেশ ও জাতির স্বার্থে চূড়ান্ত বিজয়ের জন্য মন প্রাণ দিয়ে কাজ করবো। কলসকাঠী ইউনিয়নের সকল নেতাকর্মীদের মতানৈক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি সবিনয়ে অনুরোধ জানান।