ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমদানি না থাকায় বেড়েছে পিয়াজের দাম, ভোক্তা অধিকার বলছে বাজার মনিটরিং চলছে

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: হঠাৎ করে পিয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নগরীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি পিয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আমদানি না থাকায় ও স্থানীয় মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় প্রধান।

তিনি বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি। অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে দাম বাড়িয়ে যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও আমরা তৎপর।

বাজার ঘুরে দেখা গেছে, দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা স্বাভাবিক পরিমাণে পিয়াজ কিনতে পারছেন না। এক ক্রেতা বলেন, “আগে এক কেজি নিতাম, এখন দাম এত বেশি যে হাফ কেজি নিয়ে যেতে হচ্ছে। এর পরেও যদি দাম বাড়ে, পিয়াজ খাওয়া বন্ধ করে দিতে হবে।”

অন্যদিকে দোকান মালিকরা বলছেন, পণ্যের দাম বাড়লে বিক্রিও কমে যায়। তাদের মতে, সরকারের উচিত আমদানি ও বাজার ব্যবস্থাপনা ঠিক রেখে দাম স্থিতিশীল রাখা।