ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রার্থী নির্বাচনে প্রবীণ নেতারাই ভরসা বিএনপির

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। বরিশাল বিভাগের ৬টি জেলায় ২১টি আসনের মধ্যে ১৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ধানের শীষের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রবীণ নেতাদের ওপর বেশি ভরসা করেছে দলটি। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বরিশালের বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, প্রার্থী বাচাইয়ে ক্ষেত্রে নবীন-প্রবীণের যে সমন্বয় করা হয়েছে, তা আগামী দিনের বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। তারা বলেন, কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।

বরিশাল বিভাগের সম্ভাব্য ১৬ প্রার্থীর মধ্যে প্রবীণ ১১ জন হলেন, বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল-৫ (সদর) আসনে পাঁচবারের সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।

এদিকে বরগুনা-১ আসনে মো. নজরুল ইসলাম মোল্লা; বরগুনা-২ আসনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পটুয়াখালী-১ আসন থেকে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ আসনে সাবেক সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ ছাড়া ভোলা-২ আসনের সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ঝালকাঠি-২ আসনে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ ছাড়া বাকি ৫ জন প্রথমবারের মতো যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা সবাই প্রায় বয়সে তরুণ। তারা হলেন, ভোলা-১ আসনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা-৪ আসন থেকে কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বরিশাল-৪ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আহ্বায়ক সম্পাদক রাজিব আহসান, পিরোজপুর-২ ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জু সুমন এবং পিরোজপুর-৩ আসন থেকে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল বিভাগের যে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে, তারা সবাই যোগ্য ও পরিচ্ছন্ন এবং নিজ নিজ এলাকায় তারা সবাই সফল রাজনৈতিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদে নবীন ও প্রবীণদের একটা সমন্বয় ঘটিয়েছেন। ফলে বরিশালের ৫টিসহ সারা দেশের প্রার্থী নির্বাচনের একটি আলাদা বৈচিত্র্য রয়েছে।’

 

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, ‘সংসদে যেমন পাঁচবারের নির্বাচিত অভিজ্ঞ সাবেক এমপি মজিবর রহমান সরোয়ারকে সংসদে প্রয়োজন আছে, একইভাবে তারুণ্যদীপ্ত ভোলার নুরুল ইসলাম নয়নকে প্রয়োজন আছে। সেই উপলব্ধি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন ও তরুণদের সমন্বয় করেছেন।’