ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে একটা আধুনিক প্রযুক্তিনির্ভর করতে চাই, এম. জহির উদ্দিন স্বপন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দেশের সকল সৃজনশীল চিন্তাবিদ ও তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই। তাদের ভাষাকে বুঝে তাদের জন্য নতুন কারিকুলাম তৈরি করতে চাই।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ ও কলেজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে একটা আধুনিক প্রযুক্তিনির্ভর করতে চাই। ডিজিটাল সাইকোলজি যদি শিক্ষকদের মধ্যে কাজ না করে তাহলে ডিজিটালাইজড সাইকোলজিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে কানেক্ট করা যাবেনা।
বরিশার-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জহির উদ্দিন স্বপন আরও বলেন, পুরনো চিন্তা, দৃষ্টিভঙ্গি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের চিন্তার জগতকে মেরামত করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে। কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালে অনুষ্ঠানের উদ্বোধণ করেন বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের  কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল ও কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কেএম শরিফুল কামাল, কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাহী, একাদশ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাহসিন। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।