ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালের সরকারি ছুটি ২৮ দিন, শুক্র-শনি ১১ দিন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: ২০২৬ সালের সরকারি ছুটি ২৮ দিন, শুক্র-শনি ১১ দিন।

আগামী বছরের সরকারি ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘ছুটি অনুমোদন হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মোট ২৮ দিন। কিন্তু তার মধ্যে ১১ দিন শুক্রবার-শনিবার। সে জন্য প্রকৃতপক্ষে ছুটিটা হবে ১৫ দিন। এটা আজকে অনুমোদন হয়েছে।’

আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মোট ২৮ দিন।

আশুরার ছুটিসহ ৩ দিনের বর্ধিত সাপ্তাহিক ছুটি পাবেন সরকারি কর্মচারীরা
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলা ও সাওতাল-গারোদের জন্য ছুটি: প্রেস সচিব
নির্বাহী আদেশে এ ছুটির বন্দোবস্ত করা হচ্ছে বলে প্রেস সচিব জানিয়েছেন।

এবার ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা
এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি
আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

ঈদে টানা ৫-৬ দিন হতে পারে সরকারি ছুটি
ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রলালয়ের বিধি-৪ শাখার উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

ঈদের ছুটি ১ দিন বাড়ল
আসন্ন ঈদুল ফিতরের ছুটি ১ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আগামী বছর ২২ দিন সরকারি ছুটির ৮ দিনই শুক্র ও শনিবার
মন্ত্রিসভায় আজ সোমবার ২০২৩ সালের জন্য প্রস্তাবিত ২২ দিনের ছুটির তালিকা মঞ্জুর করা হয়েছে।