ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল গ্রেফতার”

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জুমার নামাজ শেষে সজিদের সামনে থেকে বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল গ্রেফতার”।

 

বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (DB)।

 

আজ শুক্রবার (তারিখঃ ০৭/১১/২০২৫ইং) দুপুরে জুমার নামাজ আদায়ের পর ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসার সামনের মসজিদ থেকে তাকে আটক করা হয়। পারিবারিক সূত্রে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর তাকে ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে তার গ্রেফতারের খবর বাবুগঞ্জে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এ ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গোয়েন্দা পুলিশ ও পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।