ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগরের আলোচনা সভা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৮, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। সব অংশের নেতাকর্মীদের অংশগ্রহণে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা রূপ নেয় জনসভায়। এই ঐক্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। এ কর্মসূচিতে প্রধান অতিথি করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সব নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন। যে কোনো মূল্যে বরিশাল বিএনপির ঘাঁটি সেটা আবারও প্রমাণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মহানগর, জেলা এবং সদর উপজেলা বিএনপির নেতারা।বক্তারা আরও বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করবেন তারা। দলের মধ্যে কারও কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু লোক ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিকে একই সময় বরিশাল জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি চলাকালে দলীয় কার্যালয় সংলগ্ন টাউন হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।