ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শীতের আগমনী বার্তা : হেমন্তের মাঝেই শীতের ছোঁয়া, কাঁথায় জড়াচ্ছে নগরবাসী

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শীতের আগমনী বার্তা : হেমন্তের মাঝেই শীতের ছোঁয়া, কাঁথায় জড়াচ্ছে নগরবাসী।

আবহাওয়ার পরিবর্তন মেনে বরিশালেও তাপমাত্রার পারদ বুধবার স্বাভাবিকের নিচে নেমে গেছে। শেষরাতে হালকা থেকে মাঝারী কুয়াশার চাঁদরে ঢেকে গিয়ে শিশির বিন্দু শেষ কার্তিকের সবুজ ছাড়িয়ে হালকা সোনালী ধানের ক্ষেতে সকালের সূর্যের ঝলকানীতে চোখ জুড়াচ্ছে। ইতোমধ্যে মধ্যরাতেই পাখা বন্ধ হয়ে হালকা কাঁথায় জড়াতে হচ্ছে ঘুম কাতুরে মানুষদের। মাসের শুরুতে মধ্যকার্তিকে বরিশালে সর্বনিম্ন  তাপমাত্রা ১২ নভেম্বর সকালে স্বভাবিকের প্রায় ২ ডিগ্রী নিচে ১৭ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। তবে বুধবার সকালে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের তেতুলিয়াতে। সেখানে তাপমাত্রার পারদ স্বাভাবিকের অন্তত ৫ ডিগ্রী নিচে মৌসুমের সর্বনিম্ন , ১২.৬ ডিগ্রীতে নেমে এসেছে।
বর্ষা মাথায় করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গত মাসের মধ্যভাগের পরে উপকূল সহ দক্ষিণাঞ্চল থেকে বিদায় নিলেও বরিশালে অক্টোবরে বৃষ্টিপাতের পরিমান ছিল এযাবতকালের সর্বোচ্চ।

আবহাওয়া বিভাগের দীর্ঘমেয়াদী বুলেটিনে নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়ে যারমধ্যে ১টি নি¤œচাপ বা ঘূর্ণিঝড়ে পরিনত হবার আশংকার কথাও বলা হয়েছে। নভেম্বর বরিশাল সহ উপকূলবাসীর জন্য অত্যন্ত আতঙ্কের মাস। শীতের আগমনীর সাথে এ মাসে ফুসে ওঠা বঙ্গোপসাগর থেকে ইতোপূর্বে একাধিক ঘূর্ণিঝড় ধেয়ে এসে সমগ্র উপকূলভাগকে লন্ডভন্ড করে দিয়ে গেছে বহুবার।
তবে ‘হেমন্তের মধ্যভাগেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাওয়াকে এবার শীত জেঁকে বসার কোন ইঙ্গিত বহন করে কিনা’ সে বিষয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি নন আবহাওয়া বিভাগের দায়িত্বশীল মহল। তাদের মতে এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সময়মত আগমন ও বিদায় হয়েছে। বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের কিছুটা বেশী হলেও তা ‘আবহাওয়ার বৈপরিত্য নয়’ বলেও মনে করছে মহলটি।

তবে আবহাওয়া বিভাগের নভেম্বর থেকে জানুয়ারী মাসের দীর্ঘ মেয়াদী বুলেটিনে স্বাভাবিক অপেক্ষা বেশী বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি বঙ্গোপসাগরে ২-৪টি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়ে অন্তত দুটি নি¤œচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানান হয়েছে। এমনকি দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও এ সময়ে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশী থাকার কথা বলা হলেও নভেম্বর থেকে জানুয়ারীর মধ্যে দেশে ৪-৭টি মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহের পাশাপাশি মধ্যাঞ্চল সহ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪-৬ ডিগ্রীতে হ্রাস পেয়ে ২-৩টি তীব্র আকারের শৈত্য প্রবাহের আশংকার কথাও বলা হয়েছে।

তবে গত আগষ্ট ও সেপ্টেম্বরে কয়েকটি প্রবল বর্ষণে বরিশাল কৃষি অঞ্চলের মাঠে থাকা ফসলকে ঝুঁকির মধ্যে ফেললেও চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ৯ লাখ হেক্টরে ২৪ লাখ টন আমন চাল ঘরে তোলায় প্রত্যাশায় অপেক্ষার প্রহন গুনছেন কৃষিযোদ্ধারা। ভাটি এলাকা বিধায় আমনের আবাদ ও কর্তন কিছুটা বিলম্বিত হয়ে থাকে। সে নিরিখে বরিশাল কৃষি অঞ্চলের আমন এখন থোর পর্যায়ে। নভেম্বর-ডিসেম্বরে আবহাওয়া অনুকুলে থাকাই এখন বরিশালের কৃষকদের প্রধান চাওয়া।