ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী আশিকুল ইসলাম আজাদ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে এলাকার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স আশিক ইলেকট্রনিকস-এর সত্ত্বাধিকারী আশিকুল ইসলাম আজাদকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে জড়িত থাকার কারণে আশিকুল ইসলাম আজাদ এলাকাবাসীর মাঝে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাসেবা, কমিউনিটি উন্নয়ন এবং জরুরি মুহূর্তে মানবিক সহায়তা প্রদানের জন্য তাঁর সুনাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।মিডিয়া অঙ্গনেও রয়েছে তার বিশেষ ভূমিকা, দীর্ঘ সাত বছর ধরে দেশের জনপ্রিয় পত্রিকা আজকের ক্রাইম টাইমসের সহ-সম্পাদক হিসেবে সুনামের শহীদ দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয়দের মতে, আশিকুল ইসলাম আজাদের মধ্যে একজন আধুনিক, কর্মমুখী ও দূরদর্শী নেতৃত্বের সকল গুণাবলি রয়েছে। তাঁর চিন্তা–দর্শন, সাংগঠনিক দক্ষতা এবং চলমান পৌর সমস্যাগুলোর প্রতি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তাঁকে মেয়র পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

নির্বাচনী অঙ্গনে এমনও মত উঠে এসেছে যে, তাঁর মনোনয়ন বানারীপাড়ার রাজনীতিতে এক নতুন গণবিশ্বাস সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ভোটার, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের মাঝে তাঁর প্রার্থিতা ইতিবধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয়রা বলছেন,
“দীর্ঘদিন ধরে আমরা এমন একজন নেতৃত্ব খুঁজছিলাম, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। আশিকুল ইসলাম আজাদ সেই যোগ্যতাই রাখেন। তাঁর মনোনয়ন আমাদের এলাকায় নতুন আশার আলো জ্বালাবে।”

এদিকে দলীয় সূত্রগুলো বলছে, সুগঠিত সাংগঠনিক যোগ্যতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন–ভিশনের কারণেই তাঁকে মেয়র পদে মনোনীত করা হয়েছে। দল মনে করছে, তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

মনোনয়ন প্রাপ্তির পর আশিকুল ইসলাম আজাদ জানান,
“মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং সমর্থনই আমার শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করতে চাই। শুদ্ধ রাজনীতি, উন্নয়ন, সেবামূলক প্রশাসন ও সুশাসন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন বানারীপাড়া পৌরসভার রাজনৈতিক প্রেক্ষাপটে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হিসাবেও এতে পরিবর্তন আসতে পারে। শহর পরিকল্পনা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও এখন আলোচনার মাত্রা বেড়েছে।

সব মিলিয়ে, আশিকুল ইসলাম আজাদের মনোনয়নকে কেন্দ্র করে বানারীপাড়া পৌরসভায় জনআস্থা, উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সকলের চোখ নির্বাচনের মাঠে—ভোটের দিন কে কতটা জনসমর্থন অর্জন করতে পারেন, সেটিই দেখার বিষয়।