
নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর বরিশাল নগরীর বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর নগরীর কাকলীর মোড়ে মিষ্টি বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসি ঘোষণা হয়েছে—এ রায়ে মানুষ সন্তুষ্ট। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে এ রায় কার্যকর করতে হবে।
এদিকে রায় ঘোষণার পর নগরীর টাউন হল সংলগ্ন বরিশাল জেলা-মহানগর বিএনপির কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এসময় তারা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিকসহ অন্যরা। তাদের পক্ষ থেকেও রায়কে স্বাগত জানিয়ে মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল বের হয়।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


