ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে  দু*ধ*র্ষ চু*রি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের সিএন্ডবি সড়কে মীরাবাড়ী জামে মসজিদের সামনে নাবিল অটো হাউসে শনিবার ভোর রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। প্রায় ১২ লক্ষ ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে বরিশাল কোতায়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবিল অটো হাউজের মালিক সৈয়দ তামজিকুজ্জামান নাফি। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান। হঠাৎ করে তিনি মোবাইলে সিটি ক্যামেরার ফুটেজে দেখতে পান ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার দোকানে তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। বাসা থেকে আসতে আসতে ডাকাত দল দোকানের মালামাল নিয়ে একটি ট্রাকে করে চলে যায়। যার নাম্বার ঢাকা মেট্রো ১২৮৫৭২। ডাকাত দল ইজিবাইক ব্যাটারি ৫৭ পিস যার মূল্য ৮ লাখ পঞ্চান্ন হাজার টাকা। পুরাতন ব্যাটারি দেড় হাজার কেজি। যার মূল্য তিন লাখ টাকা। দোকানে রাখা নগদ ক্যাশ ভেঙ্গে ৮০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল মোট ১২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। দোকানের মালিক নাফি জানান ২০০০ সালে বিএসসি পাশ করার পর চাকরিতে না গিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন আমি নিঃস্ব। কান্না জড়িত কন্ঠে নাফি জানান আমাদের ব্যাংকের লোন রয়েছে। কিভাবে এত বড় ক্ষতি কাটিয়ে উঠবো তা ভেবে পাচ্ছিনা। এখন আমাদের পথে বসার মত অবস্থা হয়েছে।