ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে  ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে  ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

বরিশাল বিভাগের পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং জিয়ানগর-চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।

 

ইন্দুরকানী থানার ওসি মো. আহসান কবির বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আকটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।