ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— এমন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বরকতুল্লাহ শহীদ, আনোয়ার হোসেন, জালাল, কালাম মাঝি, কাবুল দে, হুমায়ুন কবির, আলমগীর হোসেনসহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।