
নিজস্ব প্রতিবেদক :: জেলা পর্যায়ে প্রতিটি উপজেলায় ওয়ান-স্টপ সমাধান কেন্দ্র (One Stop Solution Center) স্থাপনের সম্ভাবনা যাচাই ও প্রচারণা নিয়ে বরিশালে দিনব্যাপী এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) নগরীর সাগরদী এলাকার ক্যারিটাস রিজিওনাল হলে এসডিডিবি (SDDB) প্রজেক্ট, ক্যারিটাস বরিশাল রিজিয়নের উদ্যোগে এই কনফারেন্স আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের উপ-পরিচালক এ. কে. এম. আকেরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. এ. কে. এম. কুদরত-এ-খুদা। কনফারেন্সের সভাপতিত্ব করেন ক্যারিটাস বরিশাল রিজিয়নের রিজিওনাল ডিরেক্টর মি. ফ্রান্সিস বেপারী।
কনফারেন্সে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক, নেটওয়ার্ক সদস্য, সরকারি দপ্তরের প্রতিনিধি ও ক্যারিটাস কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ওয়ান-স্টপ সমাধান কেন্দ্র স্থাপন করা হলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এক জায়গায় সরকারি-বেসরকারি বিভিন্ন সহায়তা দ্রুত ও ঝামেলা ছাড়া পাবে। এতে সেবা গ্রহণকারীদের সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং সামগ্রিক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
আয়োজকদের মতে, SDDB প্রকল্প ইতোমধ্যে ধারণাটিকে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে ভবিষ্যতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়।


