
নিজস্ব প্রতিবেদক :: আট দফা দাবিতে বরিশালে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
ধর্মঘটে নেতৃত্ব দেন বিএনএ বরিশাল জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তার ও ডা. শাম্মির আহম্মেদ। এছাড়াও বরিশাল নার্সিং কলেজ ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা কর্মসূচিতে যোগ দেন।
নেতৃবৃন্দ বলেন, আট দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবিগুলো পূরণ না হওয়ায় গত দুইদিন ধরেই কর্মসূচি পালন চলছে। তারা আরো জানান, দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো:-
২৭ নভেম্বর: দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
৩০ নভেম্বর: কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাটডাউন।
২ ডিসেম্বর থেকে: দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে “কমপ্লিট শাটডাউন”।
নেতৃবৃন্দ বলেন, নার্সিং খাতের উন্নয়ন, মর্যাদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এসব দাবি যুগোপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
নার্সদের এই অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


