ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সরকারি বিএম কলেজে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারি বিএম কলেজে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: “নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই।”

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

আয়োজকদের দাবি, প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো এমন উৎসবের আয়োজন করা হয়েছে।

 

‘ফিরে চল মাটির টানে’- স্লোগানকে সামনে রেখে বুধবার দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্য, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নানা অনুষ্ঠান হয়।

 

সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধন, প্রকাশনা, র‌্যালি ও ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলাসহ নানা রীতি-অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। বিকালে কবি জীবনানন্দ মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ বলেন, “লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে। যা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের জন্য হুমকি। শিক্ষার্থীদের শেকড়ের দিকে ফিরে তাকানোর এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”

 

সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক কাজী মারজান বলেন, “সম্প্রতি বাউলসহ লোকশিল্পীদের উপর আক্রমণ আমাদের লোকসংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই।”

 

তিনি আরও বলেন, “প্রথমবারের মতো ব্রজমোহন কলেজে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা আমাদের উৎসাহ দিয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নবান্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

উৎসবের এ আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র ইউনিয়ন ও রাজনৈতিক সংগঠনের নেতারাসহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।