![](https://ajkercrimetimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিউজ ডেস্ক :: মনোনয়ন ফিরে পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
আপিল শুনানির পর এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচন কমিশন তার প্রার্থিতা মঞ্জুর করায় নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই নায়িকার।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা মাহির মনোনয়নপত্রের বৈধতা বলে রায় দিয়েছেন। আজ ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার ও আইনজীবী। শুনানিতে অংশ নেওয়া শেষে মাহি বলেন, আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।
যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে, শারমিন আক্তার নিপা মাহিয। মনোনয়ন পাওয়ার পর পরই মাহিয়া মাহি ফেসবুক তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেন। মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।