ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে মুফতি সৈয়দ ফয়জুল করীম

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

 

 

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। এরপর হাসপাতালের অভ্যন্তরে গিয়ে তিনি খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা ও শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজ নেন।

 

 

 

এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।