ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর,  দুই লাখ টাকা জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর,  দুই লাখ টাকা জরিমানা।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কালিখলা এলাকায় অবৈধভাবে পরিচালিত লুনা ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জহির রাজু এবং পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের প্রধান মোজাম্মেল হক আকন

অভিযানকালে ইটভাটার ম্যানেজারের দায়িত্বে থাকা রকি পালকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘লুনা ব্রিকস অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশগত ক্ষতি রোধে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’