
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: অবশেষে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কালের কণ্ঠকে বলেন, অনুন্নত বাবুগঞ্জ–মুলাদীকে বরিশালের একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। এ অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বাবুগঞ্জ-মুলাদীজুড়ে শুরু হয় আনন্দের বন্যা।
দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তা কাটায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মিষ্টি বিতরণ, আনন্দমিছিল ও শোভাযাত্রার মাধ্যমে নেতা–কর্মীরা প্রতিক্রিয়া জানান।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমরা এখন আরও সংগঠিত, আরও উদ্দীপিত। এডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করবো।
এডভোকেট জয়নুল আবেদীন বলেন, মুলাদী–মির্জাগঞ্জ সংযোগ সেতু এবং চরকালিখান ব্রিজ জাইকার অর্থায়নে নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদন করতে চাই। জনগণের সহযোগিতায় এ অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়া হবে আমার অঙ্গীকার।
মনোনয়ন ঘোষণার পর বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী প্রতিযোগিতা ঘিরে দলীয় নেতা–কর্মীরা এখন সাংগঠনিকভাবে মাঠে নেমে প্রস্তুতি জোরদার করছেন।


