ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাসা থেকে এক নারী প্রভাষকের লাশ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বগুড়ায় একটি ভাড়া বাসায় এক নারী প্রভাষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফাবিহা তাসনিম সিধি (২৯)। তার লাশ বাসার বাথরুমে পড়ে ছিল।

ফাবিহা তাসনিম বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক (৪১তম বিসিএস শিক্ষা) ছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সদরের চকফরিদ এলাকার ভাড়া বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে বাথরুমের মেঝেতে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতের জন্য ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার ফাবিহা তাসনিম সিধি ময়মনসিংহ সদরের হামিদ উদ্দিন রোড কাচারি এলাকার মৃত ডা. আসিফ ইকবালের মেয়ে। তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। সিধি বগুড়া সদরের চকফরিদ এলাকায় একটি বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন। তার সঙ্গে মা সারাবান তহুরা থাকতেন। মা কয়েক দিন আগে ময়মনসিংহের বাড়িতে যান। ফাবিহা তাসনিম সিধি ভাড়া বাসায় একাই ছিলেন।

সারাবান তহুরা বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় ফিরছিলেন। তিনি সিধিকে ফোন দিলে কোনো উত্তর পাননি। সন্ধ্যায় ফেরার পর ডাকাডাকি করে মেয়ের সাড়া পাননি। অনেক ধাক্কাধাক্কির একপর্যায়ে বাসার দরজার সিটকি খুলে যায়। এরপর সিধির লাশ বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে সদর থানা ও বনানী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়।

মৃত শিক্ষিকার পরিবারের সদস্যদের ধারণা, সিধি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। তবে অবিবাহিত এই শিক্ষিকার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।