ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর রোড-আমানত গঞ্জসহ ৩০টি এলাকায়  বিদ্যুৎ বন্ধ থাকবে

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর রোড-আমানত গঞ্জসহ ৩০টি এলাকায়  বিদ্যুৎ বন্ধ থাকবে!

আগামীকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বরিশাল নগরের বরিশাল সদর হাসপাতাল সহ ২৭ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ (২) ওজোপডিকো আমার গঞ্জ আওতাধীন ৩৩/১১ কেভি পলাশপুর উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার নগরের প্রায় ৩০ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও বন্ধ থাকবে।

এলাকাগুলো হল বৃহত্তর আমানত গঞ্জ,তালতলী, তালতলীবাজার, সাপানিয়া, বৃহত্তর পলাশপুর, বেলতলা বাজার, বেলতলা খেয়াঘাট খেয়া ঘাট, চরআমদানি, পোট রোড, হাটখোলা,চকবাজার,গির্জা মহল্লা, সদর রোড, আগরপুর রোড, টাউনহল, ফকির বাড়ি, কাঠপট্টি, কালিবাড়ি রোড, স্ব রোড বাজার রোড,সোনালী আইসক্রিম মোড়,বরিশাল কেন্দ্রীয় কারাগার,নাজির মহল্লা, হাসপাতাল রোড দপ্তরখানা, ভাটিখানা এলাকা সমূহ সহ প্রায় ৩০টি এলাকায় সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।