
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের সভাকক্ষে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকারের উপপরিচালক বলেন, দ্রুত ও স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। গ্রাম আদালতের কার্যক্রমসমূহ দক্ষতা ও স্বচ্ছতার সাথে পরিচালিত হলে সাধারণ মানুষ খুব অল্প সময়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবে এবং স্থানীয় প্রশাসনের প্রতি জনগণের আস্থা ও নির্ভরতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখনও নানা ধরনের বাধার সম্মুখীন হন। নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা এবং প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় অনেক নারী ন্যায়বিচারের সুযোগ থেকে বঞ্চিত হয়। এছাড়াও নারীরা গ্রাম আদালতে আসার পথে পরিবহন সুবিধার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং পারিবারিক ও সামাজিক চাপের মতো প্রতিবন্ধকতার সম্মুখীন হন।
গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকর করার প্রসঙ্গ তুলে ধরে অন্যান্য বক্তারা বলেন, চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মচারীদেরও নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে হবে। ফলে তারা বাদী ও বিবাদীর আবেদন এবং আইনি কাঠামো অনুযায়ী মামলা পরিচালনায় সম্যক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এছাড়াও মামলার রেকর্ড সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে স্টাফদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করলে মামলা দায়ের প্রক্রিয়া আরও সহজ হওয়ার পাশাপাশি আদালতের কার্যক্রম গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বরিশাল লিগ্যাল এইড অফিসার এমদাদুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা শাখা) মোহাম্মদ হাসিবুল হাসান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
==০==
প্রান্ত/হাসনাইন/বশার/ মাকসুদ/ ১৬.০০ ঘন্টা/ ২০২৫


