ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জে জামায়াত ইসলামীর যুব ম্যারাথন, নেতাকর্মীদের ঢল

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বাবুগঞ্জে যুব ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন যুব বিভাগ। এতে বাবুগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকা থেকে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ও সমর্থক ছিলেন বলে দাবি আয়োজকদের।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র কলেজ গেট স্টেশন থেকে শুরু হওয়া এ যুব ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আমীর এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
উদ্বোধনের আগে কলেজ গেট স্টেশনে দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবসের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
ম্যারাথনে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি একসময় বৃহৎ জনসমাবেশে রূপ নেয়। ম্যারাথনটি কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে অগ্রসর হন।
এ যুব ম্যারাথনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহাফিজুল হক, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম অলিদ, বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন, বরিশাল জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদার, সেক্রেটারি মো. তাজিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।