
মুহাম্মাদ আলআমিন সিকদার :: খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে ব্যবসায়ীদের শোকপালন, দোকানপাট বন্ধ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালে শোক পালন, দোকানপাট বন্ধে নেতৃত্ব দিলেন রেজাব উদ্দিন আরিফ।
দেশমাতার বিয়োগে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে বরিশালের চকবাজার এলাকায় শোক পালন করা হয়েছে।
প্রখর শীত উপেক্ষা করে বৃহত্তর চকবাজার এলাকায় নিজ দায়িত্বে দোকানপাট বন্ধ রাখতে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসাই রেজাব উদ্দিন আরিফ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সুজন ও অন্যান্য নেতৃবৃন্দ।
তারা খোলা দোকানগুলোর মালিকদের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ জানান।
ব্যবসায়ীরাও দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানপাট বন্ধ রাখেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মমতাময়ী মা, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহত্তর চকবাজার কাটপট্টি পদ্মাবতী লাইন রোড ব্যবসায়ী উন্নয়ন সংস্থা, বরিশাল-এর পক্ষ থেকে জানানো হয়,
“আমরা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
শোকের এই মুহূর্তে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


