ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাকে দায়ী করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: প্রেমিকাকে দায়ী করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান।

মৃত্যুর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন শুভ বৈরাগী। ওই পোস্টে তিনি নিজের ও তার প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে তাদের প্রেমের সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পাশাপাশি, নিজের মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করেন।

ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে একদিন তিনি ওই তরুণীর বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, সে সময় তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাঁকে চুরির অপবাদ স্বীকার করতে হয়। এর ফলে তার সামাজিক সম্মান ও মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

শুভ আরও লেখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। এই অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এবং ঘুণে ধরা সমাজব্যবস্থাকে দায়ি করেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানান।

বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এমন খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি। তার ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে।

শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, শুভ আসলে আত্মহত্যা করেনি, তাকে একপ্রকার খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।