ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া।

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা মো: হামিদুর রহমান (শানু আকন)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশবাসীর প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর চান্দু, বিসিসি’র ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুরে আলম, সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা নওশেদ, জেলা ছাত্রদল নেতা তাসিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।