ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির দোয়া মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সোমবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী সাবেক হুইফ মজিবর রহমান সরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বলেন-শেখ হাসিনা নিজের স্বার্থে বিচারকদের ব্যবহার করেছেন যার কারণে আজ অনেক বিচারক জেল হাজতে। স্বাধীনতার সারমর্ম রক্ষা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন। এরআগে আইনজীবী সমিতির এনেক্স ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লি;কন। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, সিনিয়র আইনজীবী আলী হায়দার বাবুল, আলী আহমেদ, শহীদ হোসেন, নাজিম উদ্দীন আলম পান্না, মহসিন মন্টু, আবুল কালাম আজাদ, হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। সভায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য সাধারণ আইনজীবীরা দাবি তুললেও নেতৃবৃন্দ কোন পদক্ষেপ না নেওয়ায় হট্টগোল এর মাধ্যমে সাধারণ সভা শেষ হয়।