
নিজস্ব প্রতিবেদক :: ১৪৩ আসনে ভালো ফলের সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে গত প্রায় সাড়ে তিন মাস ধরে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল। যৌথ রাজনৈতিক বোঝাপড়া, আসনভিত্তিক সমঝোতা ও ভোটের অঙ্ক মিলিয়ে এগোনোর এই প্রক্রিয়ায় দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এখন চূড়ান্ত পর্যায়ের দর কষাকষি চলছে।
তবে, এই দর কষাকষির মধ্যেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, ‘সমঝোতাপ্রত্যাশী দলগুলোর মাঝে অন্যতম বড় দল হলেও অতীতে কোনো আসনে জয় না পাওয়া ইসলামী আন্দোলন এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? কতটা আসনে তারা ভালো করার সম্ভাবনা দেখছে?’
এ প্রসঙ্গে জানতে চাইলে দলীয় জরিপের তথ্য জানিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে কালবেলার সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে জরিপ করেছি। আমরা দেখেছি, আমাদের সিটগুলোর অবস্থান কী এবং কে কোন জায়গায় ভালো অবস্থানে আছে— এরকম আমরা বিভিন্ন সেক্টরে জরিপ করেছি।’
‘সেখানে ইসলামী আন্দোলনের দলীয় রেকর্ড হলো, ১৪৩টা সিট আমাদের এ গ্রেডে। তারপরে বি প্লাস এবং বি-সি।’
তবে সব আসনে জয়ের নিশ্চয়তা দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমরা ১৪৩টা সিটেই বিজয়ী হব, এমন কথা বলব না। আমি বলছি, জরিপে এগুলো আমাদের ভালো হওয়ার মতো। হতে পারবই এরকম নিশ্চয়তা আমি দিচ্ছি না।’
১৪৩টি আসনের মধ্যে কতগুলোতে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আশা করি, ইনশাআল্লাহ সিংহভাগ সিটে ভালো রেজাল্ট করব।’
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪ এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।


