ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আ’লীগের চার নেতাকর্মী গ্রেফতার, উপজেলা সভাপতির নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে আ’লীগের চার নেতাকর্মী গ্রেফতার, উপজেলা সভাপতির নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি।

 

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. করিম মেম্বার এবং কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালিদ হোসেন স্বপনসহ উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ। তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালিদ হোসেন স্বপন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গ্রেফতার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।