ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন রেজিমেন্ট, খুলনার রেজিমেন্ট ক্যাম্পিং : ২০২৩ এর শুভ উদ্বোধন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

প্রেস রিলিজ :: সুন্দরবন রেজিমেন্ট, খুলনার রেজিমেন্ট ক্যাম্পিং : ২০২৩ এর শুভ উদ্বোধন।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩, কেডিএ আবাসিক এলাকা, শিরোমনি খুলনায় শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে ২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত উক্ত ক্যাম্পিং এর কার্যক্রম পরিচালিত হবে। অদ্য ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ০৯০০ ঘটিকায় রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিজিবিএম, আর্টিলারি শুভ উদ্বোধন করেন। রেজিমেন্ট কমান্ডার তাঁর বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ল্যান্স কর্পোরাল মেজবাহ উদ্দিন নৌফেলসহ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প এ্যাডজুটেন্ট, ক্যাম্প প্রশিক্ষণ অফিসার, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট, বিএনসিসিওগণ, নিয়োগপূর্ব প্রশিক্ষণে অংশগ্রহণকারী পিইউও, টিইউওগণসহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং খুলনা, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ২১ টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত ৫৩০ জন প্রশিক্ষণার্থী ক্যাডেট। নয় দিন ব্যাপী পরিচালিত এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যত নেতৃত্বের গুনাবলী বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি, ড্রিল, টহল, ফাঁদ, হানা, ক্ষুদ্রান্ত্র ফায়ারিং, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরী পরিস্থিতিতে করণীয়, ডেঙ্গু, অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া, যে কোন দূর্ঘটনা স্থল হতে উদ্ধারে করণীয়, প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী ভাষণের পর রেজিমেন্ট কমান্ডার নেতৃত্বের গুণাবলী সৃষ্টির অংশ হিসেবে ১২ জন ক্যাডেটকে ক্যাডেটদের সর্বোচ্চ পদবী ক্যাডেট আন্ডার অফিসার র‍্যাংক ব্যাজ পরিধান করান।