ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোট বর্জনের আহ্বানে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২২, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভোট বর্জনের আহ্বানে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২২ ডিসেম্বর) দিনভর নেতাকর্মীরা নগরীর সিঅ্যান্ডবি রোড, চকবাজার, আমতলা মোড়, কাজীপাড়া এলাকায় লিফলেট বিতরণ করে। এ সময় জনসাধারণকে ভোট বর্জনের আহ্বান জানান নেতাকর্মীরা।

Google news
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি অংশ নেয়নি। দলটি ভোট বর্জনের ডাক দিয়েছে।

সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান তারেকের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। চকবাজার এলাকায় বেলা ১১টার দিকে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। জুমার নামাজের পর নগরীর চৌমাথায় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। নগরীর আমতলা মোড় এলাকায় ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন তানজিল।

এরপর নগরীর কাজীপাড়া এলাকায় ২২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন চুন্নুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খানের নেতৃত্বে বান্দ রোডে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ভোটগ্রহণে নিযুক্তদের নির্বাচনি দায়িত্ব পালন না করা, সরকারকে ট্যাক্স, খাজনাসহ অন্যান্য বিল প্রদান বন্ধ, ব্যাংক লেনদেন এড়িয়ে চলাসহ রাজনৈতিকসহ মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা না দেওয়ার আহ্বান জানান।

বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন জানান, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট হাতে তুলে দিচ্ছেন।