ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার, পুলিশের অস্বীকার

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় জেলা বিএনপি। তবে বিএনপির এ অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে পুলিশ।

বিএনপির দাবি অনুযায়ী গ্রেফতার ১৩ জন হলেন খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আশরাফুল, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ডুমুরিয়ার মেম্বার কাশেম, সাগর সরদার, রাজু আহমেদ, হুমায়ুন মোল্লা ও কালাম লস্কর।

 

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব মিজানুর রহমান মিলটন বলেন, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশে নেতাকর্মীরা যেন যেতে না পারেন সেজন্য ভীতি সৃষ্টি করতে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তথ্য মিথ্যা দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেফতার হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকতে পারে।