ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিইউ জুবায়ের আর্থিক সাহায্য সহযোগিতা কামনা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাজী সাইফুল ইসলাম :: আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছেন সকলের কাছে। উপজেলা বাকেরগঞ্জ, ১ নং চরামদ্দি ইউনিয়ন ৭ নাম্বার ওয়ার্ড,গ্রাম উত্তর কাটাদিয়া, আয়নাল হাওলাদার ছেলে মোহাম্মদ জুবায়ের হাওলাদার পিতাঃ মোহাম্মদ আয়নাল হাওলাদার, মাতাঃ মোসাম্মৎ মমতাজ বেগম। মোহাম্মদ জুবায়ের হাওলাদার, বয়স ২০ বছর। পড়াশুনা ইন্টার কমপ্লিট বরিশাল সরকারি কলেজের মেধাবী ছাত্র। হত দরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ জুবায়ের হাওলাদার সে বিগত পনেরো দিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ছিল, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ঢাকা। শহীদ শহরোওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসি ইউ তে ভর্তি করা হয় হত দরিদ্র পরিবারের সন্তান, মোঃ জুবায়ের হাওলাদার। দুই বোন এক ভাই তার বাবা মোহাম্মদ আয়নাল হাওলাদার তেমন কিছু করতে পারেনা বর্তমানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ খেয়ে না খেয়ে ছেলের পড়াশুনা চালিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহতালা এমন একটি রোগ তার ছেলেকে দিলো । বয়স্ক লোক আর্থিক অবস্থা দুর্বল থাকাতে তার ছেলের চিকিৎসা এখন চালাতে পারছে না। যা সম্ভব ছিল তা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চালাতে গিয়ে শেষ হয়ে গেছে কিন্তু তার ছেলে মোহাম্মদ জুবায়ের হাওলাদার এখন তার অবস্থা বালো না থাকায় আইসিএতে ভর্তি রয়েছে সে জানে না তার ছেলের চিকিৎসা কিভাবে চলবে তার মা কেঁদে কেঁদে বলে আমাদের কাছে শেষ শেষ সম্বল বলতে কিছু নাই। আছে ওর বাবার চোখের পানি ওর মায়ের চোখের পানি ওর দুই বোনের চোখের পানি। ওর মা বলেন এই চোখের পানি ছাড়া আমার ছেলেকে দেয়ার মত আমাদের কাছে কিছুই নেই যা টাকা ছিলো তা শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চারানো অবস্থায় শেষ করে ফেলেছি। তার মা কেঁদে কেঁদে বলেন, আমার ছেলেটাকে আপনারা বাঁচান আমি অসহায় হত দরিদ্র মা আজকে টাকার জন্য আমার ছেলের চিকিৎসা চালাতে পারছি না। আপনাদের সকলের কাছে হাতজোড় করছি, আমার একটি মাত্র ছেলে আমার শেষ সম্বল আল্লাহ তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও।আমি সকলের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছি আমার ছেলেটার জন্য। আপনার একটু দয়া করুন সাহায্যের হাত বাড়িয়ে দেন।মায়ের চোখের পানির অনুরোধ রইলো।

যোগাযোগঃ ০১৮৯৪৫১৭৫৬২