
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশন ১০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মো: জয়নাল আবেদীনকে ১১নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বরিশাল সিটি করপোরেশন।
গত ২৮শে ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এর একটি স্বাক্ষরিত চিঠিতে এমনটি উল্লেখ করেন।
চিঠিতে উল্লেখ করেন, মো: মজিবর রহমান, সম্মানিত কাউন্সিলর, সাধারণ ওয়ার্ড নং-১১ বরিশাল সিটি করপোরেশন, বর্তমানে শারীরিক অসুস্থতা জনিত কারণে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিধায় মো: জয়নাল আবেদীন, সম্মানিত কাউন্সিলর, সাধারণ ওয়ার্ড-১০ বরিশাল সিটি করপোরেশন বরিশালকে জনস্বার্থে অন্তবর্তীকালীন সময়ের জন্য নিজ দায়িত্বসহ সাধারণ ওয়ার্ড নং-১১এর দায়িত্ব পালনের নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এছাড়া ও মো: জয়নাল আবেদীন নগরীর ১০ ওয়ার্ডে বিপুলসংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ১বার কমিশনার ও ২বার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।