ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তারা শপথপত্রে সই করেন।

এর আগে বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি।গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মোট ২২২টি আসনে জয়লাভ করেছে।

এরপর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া জাতীয় পার্টি ১১টি আসনটি আসনে, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরাই প্রথমে শপথ নেন। এরপর ক্রমানুসারে স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।