নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, শনাক্ত ১৯৩
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে গৌরঙ্গো মজুমদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৩ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।।
তিনি বলেন, গৌরঙ্গো মজুমদার বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২৫ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩১ হাজার ৭৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৮৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৮ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ৬৩ জন, পটুয়াখালীতে ২২ জন, পিরোজপুরে ৫৬ জন, ভোলায় ৯ জন, বরগুনায় ৪০ জন আছেন ও ঝালকাঠিতে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৭১১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।