ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৬৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৬ কেজি মা ইলিশ জব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৭, ২০২৩ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের  ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৬৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে পালিয়েছেন জেলেরা।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর এবং নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা।

 

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ৬৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮৬ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।